সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতাররা হলো- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়া কালিবাড়ী গ্রামের মৃত কালুর ছেলে আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর টানবাজার রেলীবাগান এলাকার আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা পূর্বপাড়া গ্রামের ফজলের ছেলে নাজমুল (২৬) ও কামারখন্দ উপজেলার কর্ণসূতী গ্রামের মাজেম আলীর ছেলে আব্দুল লতিফ (৫১)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় মঙ্গলবার ভোর রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লেখিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকের পিছনের বডিতে বিশেষ কায়দায় রাখা ১৬০ কেজি (৪ মণ) গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল এবং এদের মধ্যে ২ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।